Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১২৬০টি (২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে স্থাপিত) শেখ রাসেল ডিজিটাল ল্যাব/ক্লাসরুম এর বর্তমান অবস্থা পরিদর্শন
বিস্তারিত

বিগত ২১.০৭.২০১৯ তারিখে প্রকাশিত "প্রকল্প দপ্তর কর্তৃক ২০১৭-১৮/১৯ অর্থবছরে স্থাপিত ১২৬০ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব / ক্লাসরুম এর হালনাগাদ তথ্য প্রেরণ" (স্মারক নংঃ ৫৬.০৪.০০০০.০১৬.৫৮.০০১.১৮-৮৩৩৭) নির্দেশনা অনুযায়ী ২৩.০৭.২০১৯ তারিখে দশমিনা উপজেলার সহকারী প্রোগ্রামার দেওয়ান মোঃ জিয়াউর রহমান সরজমিনে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেন।

১. গছানী মাধ্যমিক বিদ্যালয়, [প্রধান শিক্ষকঃ কাজী খবিরুল বশার (01716746967) SRDL code: 19860]

২. ড. ডলি আকবর মহিলা কলেজ [প্রধান শিক্ষকঃ মোহাম্মাদ আবদুল করিম (01714797337) SRDL code: 19870]

৩. নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, [প্রধান শিক্ষকঃ মোঃ মনিরুজ্জামান (01781336278) SRDL code: 19880]

 

পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্যসমূহ তিনি নির্দেশনা অনুযায়ী "গুগল ফর্ম" এর মাধ্যমে জমাদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেন।

প্রকাশের তারিখ
21/07/2019
আর্কাইভ তারিখ
22/09/2019